Wednesday, May 20, 2020

প্রথম আলো -- সুনীল গঙ্গোপাধ্যায়।

চুম্বকের আকর্ষণ এড়াতে পারলেও বইয়ের আকর্ষণ এড়ানো যায় না যদি তা হয় প্রিয় লেখকের সেরা রচনাবলির অন্যতম।
বাংলা ও বাঙ্গালি।একে অপরের অবিচ্ছেদ্য অংশ। একটি অপরকে ছাড়া থাকতে পারেনা।বাঙ্গালির স্বদেশ প্রীতি বা স্বদেশের প্রতি ভালোবাসা কি পর্যায়ের ছিলো তা "প্রথম আলো" তে উঠে এসেছে।
অষ্টাদশ শতাব্দীর কলকাতা কেন্দ্রিক বাঙ্গালি সমাজের চিন্তা-চেতনার ক্রমোন্নতি ফুটে উঠেছে।
সামাজিক বিপ্লব ঘটেছিলো অষ্টাদশ শতাব্দির শেষ ভাগে।
যার কেন্দ্র ছিলো জোড়া সাকোঁর ঠাকুর পরিবার।রবিন্দ্রনাথ,জৌতিরিন্দ্রনাথ সহ নারী আন্দোলনের পথিকৃৎ স্বর্ণকুমারী দেবী,সরলা ঘোষালদের না বলা অনেক কথা উঠে এসেছে এই রচনাবলীতে।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের পথিকৃৎ অরবিন্দ্র ঘোষ থেকে খুদিরামের কথাও অনেকখানি জানা যাবে।
আধ্যাত্নিক ব্যক্তিত্ব রামকৃষ্ণ পরমহংস থেকে স্বামী বিবেকানন্দ, স্বামী সচ্চিদানন্দ সহ অনেকের না জানা অনেক কথাই বলা হয়েছে।
এিপুরার মহারাজ বীরচন্দ্র মাণিক্য, রাধাকিশোর মাণিক্য সহ ঢাকার নবাবের কীর্তি-কুকীর্তির বিশদ বয়ান পাওয়া যাবে।
বিখ্যাত বিজ্ঞান মনস্ক ব্যক্তি মহেন্দরলাল সরকার থেকে বিজ্ঞানী জগদীশ বোসকে ও চেনা যাবে "প্রথম আলো" থেকে। 
যুগের পরিবর্তনে নাট্য-জগতের ভূমিকা ছিলো অপরিসীম। পরিবর্তনের সারথিদের জানতে পড়তে হবে "প্রথম আলো"।
দেশকে ভালোবেসে যৌবন বিলিয়ে দেওয়া মহান ব্যক্তিদের সম্পর্কে ধারনা পেতে পড়ুন দুই খন্ডে বিস্তৃত
" প্রথম আলো"
প্রথম খন্ড পড়তে Download Link.
দ্বিতীয় খন্ড পড়তে Download Link.

No comments:

Post a Comment