সমাজের কাছে আপনার ভালোবাসার এক আনা মূল্য নেই জাত-পাত নামক প্রথার সামনে ।বামুনের মেয়ে বইটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সমাজের জাত-পাতের বৈষম্যকে তুলে ধরতে চেয়েছেন।
সমাজের রন্ধে- রন্ধে জমে থাকা জাতি বৈষম্যের বিষে সমাজ কিভাবে বিষাক্ত হয়েছে এই বইটি পড়লে জানতে পারবেন।![]() |
Add caption |
No comments:
Post a Comment