Monday, August 10, 2020

দূরের পাহাড় (দ্বিতীয় খন্ড) - গোলাম মওলা নঈম

তীব্র শীত আর তুষারপাতের মধ্যে পাহাড়ে আটকা পড়েছে উইল ক্যালকিন। পর্যাপ্ত খাবার নেই, গরম কাপড় নেই, নেই যথেষ্ট জ্বালানীও... শীতে অনভিজ্ঞ নাতচিরা বোঝা হয়ে দাড়িয়েছে ওদের জন্য, কিন্তু কিছুই করার নেই। না চাইলেও এদের দায়িত্ব নিতে হলো উইলকে। সুযোগের অপেক্ষায় ওঁৎ পেতে আছে নাকাপা, শীত বা তুষার আটকাতে পারবে না ওকে, জানে উইল।

নাতচীরা গ্রামে ফিরে যেতে উদগ্রীব, কিন্তু যাবে কীভাবে? নৃশংস কনেজেরো, উতে আর টেনসারা ছাড়াও রয়েছে নাকাপার দলবল। যে কোন মূল্যে ইশাকোমিকে কব্জা করতে চায় নাকাপা। উটকো ঝামেলা হয়ে দেখা দিলো স্পেনিশরা, না চাইলেও ওদের সঙ্গে ব্যক্তিত্ব আর ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়ল উইলরা...
শুরু হলো টিকে থাকার মরণপণ লড়াই। সাধারণ যোদ্ধাদের নিয়ে রুখে দাঁড়াল উইল। পণ করেছে, মরবে তবু কাউকে ছাড় দেবে না!
এটা পশ্চিমের সেই সময়ের গল্প, যখন হাজার মাইলের মধ্যেও একজন বন্ধু বা শুভাকাঙ্ক্ষী জুটত না; সাদা, স্পেনিশ, ইন্ডিয়ান কিংবা এমনকী বুনো পশু... সবার পরিচয় - শত্রু। করণীয়ও একটাই -হয় মারো, নয়তো মরো!
সমগ্র বইটি পড়তে Click Here To Download

No comments:

Post a Comment