Monday, August 10, 2020

দূরের পাহাড় (প্রথম খন্ড) - গোলাম মওলা নঈম

উইল ক্যালকিন তার বাবা ব্রায়ান ক্যালকিনের নির্দেশে গহীন পশ্চিমে যাত্রা করে এক নতুন বসতির খোজে। ওকে ট্রেইল করে ক্যাল্প শিকারী এক কিকাপু ইয়োটাহ ইন্ডিয়ান। এক সময় শত্রু পরিণত হয় বন্ধুতে। তার কাছেই উইল জানতে পারে বাবার মৃত্যুর খবর। 
এবার দুজন মিলে গ্রেট রিভার পেরিয়ে চলছে ফার সীয়িং ল্যান্ড এর খোজে। যেখানে গড়ে তোলা যাবে নতুন ক্যালকিন বসতি।এ্যাডভেঞ্চার আর সারভাইভালে ঠাসা পুরো মাত্রার একটা রোমাঞ্চকর বই।


No comments:

Post a Comment