মােসাদ বিশ্বের ভয়ঙ্করতম গােয়েন্দা সংস্থা। ইসরাইলি এই সংস্থাটির দুঃসাহসিক অভিযান নিয়েই এই বই।। ইসরাইল নামক দেশটিকে যারা বিশ্ব মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিলাে, মােসাদ সে-রকম ৮/১০টি দেশকে কি । নিষ্ঠুরভাবে বিধ্বস্ত ও বিপর্যস্ত
করেছে তার বর্ণনা তুলে ধরা। | হয়েছে মােসাদ বই-এ। ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের সর্বত্র। বিরােধ উস্কে দেয়া, তথ্যপ্রাচারসহ বিভিন্ন কর্মকাণ্ডে মােসাদ। অনৈতিক এবং নিষ্ঠুরতম প্রক্রিয়া গ্রহণ করে।। রাজনীতির ক্ষেত্রে সাম্রাজ্যবাদী ও সমাজতান্ত্রিক উভয়। বলয়ের পরামর্শক হিসেবে কাজ করে মােসাদ।। মােসাদ তার দেশ ও পশ্চিমা স্বার্থে তাদের ভাষায় কথিত সন্ত্রাসী, বিপ্লবী, বিজ্ঞানী, রাষ্ট্রনায়ক, সরকার প্রধানদের নিষ্ঠুরভাবে হত্যা করে। কখনাে সরাসরি গুলি করে, কখনাে 'বিষ প্রয়ােগে, কখনাে বা নারী লেলিয়ে এই হত্যাকাণ্ড। সংঘটিত করে। আর এসব হত্যাকাণ্ডের নির্দেশদাতা ইসরাইল সরকারের প্রধান। ইন্টেলিজেন্স যুদ্ধকে মােসাদ এত ‘উচ্চমার্গে নিয়ে গেছে। যে, আইন শৃঙ্খলা বাহিনীর লক্ষ লক্ষ সদস্য এবং। গােয়েন্দাভিত্তিক কাহিনীর কোটি অনুরক্তকে তা মুগ্ধ না করে পারবে না।
No comments:
Post a Comment